চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটে উবাহাটা ইউনিয়নের সিকান্দপুর গ্রামে এ জেড টি কিন্ডার গার্টেনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার ইফতার মাহফিল পুর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, ১০নং মিরাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী মাষ্টার, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, এ জেড টি কিন্ডার গার্টেনের প্রতিষ্টাতা আঃ ওয়াহেদ তরফদার, বাহুবল উপজেলার ভাদেস্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ হাসিম, সদর উপজেলার নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেবন মিয়া, সাংবাদিক এস আর রুবেল মিয়া, কিন্ডার গার্টেনের ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান তরফদার স্বপন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ কামাল আহমেদ প্রমুখ। ইফতার মাহফিল পুর্বক আলোচনা সভায় প্রধান অতিথি চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের এ জেড টি কিন্ডার গার্টেনের উন্নয়নমুলক কাজের জন্য ৫০হাজার টাকা অনুদান ঘোষনা দেন।