মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরুধের জের ধরে অতর্কিত হামলা-পাল্টা হামলায় প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এরমধ্যে শিশুসহ ২১ গুলিবিদ্ধ হয়েছেন ২১ জন। উপজেলার আমতৈল বাজারের সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান গং ও পঞ্চায়েত (বসর মিয়া-এমদাদুল হক) গংদের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় (ইফতারের ১০ মিনিট পূর্বে) হামলা ঘটনাটি ঘটে। এসময় কয়েকটি অটোরিকশা ভাংচুরের ঘটনা সিলেটের মাছিমপুরস্থ শুটকির বাজারের একটি ঘর নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সৃষ্ঠ বিরুদ্ধের জের ধরে ঘটনাটি ঘটে।
ঘটনার রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক, সহকারী কমিশনার (ভূমি) সুহেল মাহমুদ, থানার ওসি রফিকুল হোসেন, রামাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পঞ্চায়েত পক্ষের গুলিবিদ্ধরা হলেন- আবদুল করিম (৫০), কালন মিয়া (৪৫), নাজিম উদ্দিন (২২), গোলাম মৌলা (২২), মঈন উদ্দিন (৩৫), গিয়াস উদ্দিন (২৯), মুরাদ মিয়া (২২), আলা উদ্দিন (৫০), ফয়ছল আহমদ (১২), ওবায়দুর রহমান (১২), আতাউর রহমান (১৮), এমাদ উদ্দিন (৫৫), কালাম মিয়া (২৩), আনোয়ার মিয়া (৩০), শফিকু মিয়া (৫০), ছায়েদুর রহমান (১৩), লিটন (১৮), কয়েছ মিয়া (২৯), কামাল উদ্দিন (২৫), রাসেল মিয়া (৫০), সিরাজ মিয়া (৩৭)।
আজিজুর রহমান গংদের পক্ষের আহতরা হলেন- আকমল মিয়া (২২), সোনা মিয়া (৪২), নেছার আহমদ (৩০), এমাদ উদ্দিন (৪০), হুমায়ুন মিয়া (২৮), মানিক মিয়া (৪১), মনসুর আলী (১৮), সামছুল আলী (২৮), আতাউর রহমান (৬৫), ছয়ফুল মিয়া (১৮), আবদুস সালাম (৪০), আতাউর মিয়া স্থানীয় মেম্বার শহীদুল ইসলাম কমলা, পঞ্চায়েত কমিটির এমদাদুল হক, আবুল বশর, গ্রামবাসীর কাহার মিয়া বলেন, ইফতারের ১০ মিনিট পূর্বে অতর্কিতভাবে সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান ৫০/৬০ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে আমতৈল বাজারের এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। এতে প্রায় ৩০ জন ব্যক্তি গুলিবিদ্ধসহ আমাদের প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাঁরা অভিযোগ করে বলেন, আজিজুর রহমান, মানিক মিয়া, হুমায়ুন আহমদ, আলাউদ্দিন, শফিক মিয়া, আবদুল খালিক বন্দুক হাতে একসাথে গ্রামবাসীর উপর গুলি এব্যাপারে আজিজুর রহমান বলেন, ঘটনার সময় আমি লামাকাজীতে ছিলাম। ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। অতএব গুলি করার প্রশ্ন আসতেই পারে না। তাঁদের হামলায় আমাদের প্রায় ৪০/৫০ জন ব্যক্তি আহত হয়েছেন।
পরিস্থিতি শান্ত রয়েছে দাবি করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রফিকুল হোসেন বলেন, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।