দিপন সরকার দিপু , মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা শিল্প এলাকায় নির্মানাধীন নাহিদ ফাইন এন্ড টেক্সটাইল মিলের শধমিক কর্মচারীর উপর হামলার ঘটনায় বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন জারু মিয়া সহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০জনকে আসামী করে মারপিট সহ চাঁদাবাজি মামলা হয়েছে।
নাহিদ কটন মিলের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে এ মামলা করেন। মামলায় উল্লেখ করা হয় বাঘাসুরা ইউনিয়ন চেয়ারম্যান বিএনপি নেতা শাহাব উদ্দিন নাহিদ কটন মিলে নির্মাণ সামগ্রী সরবরাহের জন ̈ নাহিদ কটন মিলের কর্তৃপক্ষের কাছে কার্যাদেশ চান। কিন্তু তিনি কোনো দরপত্র না দিয়ে ঠিকাদার নিযু৩ হতে চাইলে কোম্পানী এতে রাজি হয়নি। এ কারণে শাহাব উদ্দিন ও চেয়ারম্যানের লোকজন কোম্পানীর নিকট মোটা অংকের চাঁদা দাবী করেন।
চাঁদা না দেওয়ায় গত শুক্রবার বিকেলে নাহিদ গ্র“পের লোকজন স্থাপনা নির্মাণ কাজ শুরু করলে চেয়ারম্যান শাহাব উদ্দিনের নেত…ত্বে ৩০/৩৫ জন লোক শধমিক কর্মচারীদের উপর সশ ̄¿ হামলা চালায়। এতে শধমিক কর্মচারী সহ প্রায় ১০ জন আহত হন। এ ব্ ̈াপারে স্থানিয় চেয়ারম্যান শাহাব উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁদাদাবির ঘটনা অস্বীকার করে বলেন, নাহিদ কটন মিলের লোকজন স্থানীয় লোকজনকে ধোকা দিয়ে জমি জমা ক্রয় করেছে। অনেকেই তাদের টাকা পয়সা পায়নি।
এ নিয়ে উভয়পক্ষের মধে ̈ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে হবিগঞ্জের অতিরি৩ পুলিশ সুপার শহিদুল ইসলাম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, নাহিদ গ্র“প ১৩ একর জমি ক্রয় করে টেক্সটাইল মিল ̄স্থাপনে কাজ করছে। সীমানা প্রাচীরের ভেতরে কিছু লোকের জমি দাবী আদালতে মামলা করেছে। উভয়পক্ষকে নিয়ে আমরা সমঝোতার চেষ্টা করে যাচ্ছি। নাহিদ গ্র“পের জেনারেল ম ̈ানেজার একেএম ইবধাহীম জানান, কাগজপত্র পরীক্ষা নীরিক্ষা যাছাই বাছাই করে প্রক…ত মালিক ও দখলদারের কাছ থেকে আমরা জমি কিনে শিল্প স্থাপনের কাজ শুরু করেছি। কিন্তু স্থানিয় চেয়ারম্যান ইন্দনে আমাদের নির্মাণ কাজে বাধা দিয়ে হামলা করেছে।