আজিজুল হক নাসিরঃ হবিগঞ্জের চুনারুঘাটে যৌতুকের দাবি অনাদায়ের কারণে এক সন্তানের জননীকে মার পিট করে তালাক দিয়েছে পাষন্ড স্বামী।
জানা যায়, চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নস্থ পাইকুরা গ্রামের বাসিন্দা জমির আলী মীরের বড় ছেলে নুরুল হক মীর গত ০৩/১২/২০১০ ইং তারিখে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নস্থ কালামন্ডল গ্রামের আকবর আলীর মেয়ে সাজিদা খাতুন মুক্তার
সাথে সামাজিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
বিয়ের কিছুদিন পর থেকেই যৌতকের দাবিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মুক্তাকে নির্যাতন শুরু করে। এই নিয়ে কয়েক বার স্থানিয় ভাবে শালিশ বৈঠক হয়। কিন্তু তাতে কোন সুফল পায়নি মুক্তা। সে স্বামী, ননদ, শ্বাশুড়ীদের নির্যাতন অব্যাহত থাকে। নিরুপায় মুক্তার নিরিহ গরীব বাবা মুক্তা ও তার ৬ মাসের ছেলে নিহাদকে নিয়ে আসেন তার নিজ বাড়ীতে।
আড়াই বছর আটক রাখার পর মুক্তার দেবর ও পাড়াপড়শিদের অনুরোধে গত এক মাস আগে মুক্তাকে আবার তার শশুর বাড়ীতে পাঠান। কয়েক দিনের মধ্যেই মুক্তার স্বামী পরিত্যাক্ত ননদ নিস্পা ও তার মা (মুক্তার শ্বাশড়ী) মুক্তাকে হেনাতে খুঁচাতে শুরু করে এবং স্বামী নুরুল হক যৌতুকের দাবী আদায়ের জন্য মুক্তার বাবাকে চাপ সৃষ্টি করতে বলে।
মুক্তা তাতে অসম্মতি জানালে সংসারের টুকটাককে কেন্দ্র করে গত শুক্রবার বিকেলে মুক্তাকে শাররীক ভাবে প্রহার করে তিন তালাক দেয় এবং তার পরনের স্বর্ণালংকার জব্দ করে। সংবাদ পেয়ে মুক্তার বাবা মুক্তার শ্বশুর বাড়ী পাইকুরাতে ছুটে যান এবং পাশের বাড়ীর হেফাজতকারী ছাদেক মিয়ার কাছ থেকে আহত মুক্তাকে উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করেন।
মুক্তার শ্বশুরের পাড়াপড়শী মারফত জানা যায়, মুক্তার স্বামী, ননদ, শ্বাশড়ী খুবই বাজে প্রকৃতির লোক তারা প্রায়ই সামাজিক আচার বিচারকে অবজ্ঞা করে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মুক্তা চুনারুঘাট সদর হাসপাতালেই চিকিৎসাধীন ছিল। মেয়ের এমন দুর্দশার জন্য অসহায় বাবা সামাজিক এবং আইনীয় সহযোগীতা কামনা জানিয়েছেন।