ক্রীড়া ডেস্ক : স্মৃতিটা এখনো তাজা। গত বছরের জুলাইয়ের কথা। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছিল আর্জেন্টিনার। এক বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠে শিরোপার দুঃখ ঘোচানোর সুযোগ এসেছিল আলবিসেলেস্তেদের সামনে। কিন্তু এবারও স্বপ্নভঙ্গ হলো লিওনেল মেসিদের। কোপার ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে চিলি। লাতিন আমেরিকার বিশ্বকাপ নামে পরিচিত শতবর্ষী এই টুর্নামেন্টে এই প্রথম শিরোপার স্বাদ নিল চিলিয়ানরা। আর আর্জেন্টিনার শিরোপার জন্য ২২ বছরের অপেক্ষা আরো দীর্ঘায়িত হলো।
শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়া ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও স্কোরলাইন গোলশূন্য থাকে। ফলে শিরোপা নির্ধারণ হয় টাইব্রেকারে। আর টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোপার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চিলি।
টাইব্রেকারে চিলির প্রথম শটে গোল করেন ম্যাটি ফার্নান্দেজ। আর্জেন্টিনার প্রথম শট গোল করে ১-১ সমতা ফেরান মেসি। ভিদালের করা চিলির দ্বিতীয় শট রোমেরোর হাতে লেগে জালে জড়িয়ে যায়। আর্জেন্টিনার পরের শট নিতে আসেন হিগুয়েন। কিন্তু বল পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন তিনি। ২-১ গোলে এগিয়ে যায় চিলি।