নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ঃ
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার বিকেলে ওই ইউনিয়নের মোস্তফাপুর ঈদগাহর সামন থেকে প্রজাতপুর গ্রামের আপার উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (২১) ও একই গ্রামের আসিক মিয়ার পুত্র খালেদ মিয়া (২০) কে আটক করে। পরে ওই দিনই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ৫দিন করে কারাদন্ড দেয়া হয়।
পুলিশ জানায়, ওই দিন গোপন সংবাদে খবর পেয়ে ইনাতগঞ্জ-সৈয়দপুর সড়কের মোস্তফাপুর গ্রামের একটি ঈদগাহর সামনে থেকে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচাজ এস আই ধমজিত সিনহার নেতৃতে একদল পুলিশ একটি সিএজি অঠোরিকশা তল্লাশি করে সাইফুল ইসলাম ও খালেদ মিয়াকে ৮পুরিয়া গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসেনের কার্যালয়ে তাদের হাজির করা হলে ৮ পুরিয়া গাজা বহন করার অপরাধে তাদের কে ৫ দিন করে কারাদন্ড দেয়া হয়।