নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে বড় ভাই কাসেদের (২২) দায়ের কোপে ছোট ভাই উজ্জল মিয়া (১৮) খুন ও তাদের পিতা ফুল মিয়া (৪৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে বাঘাসুরা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ফুল মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়- দুপুরে বাঘাসুরা গ্রামের ফুল মিয়া তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন। এ সময় তাদের বড় ছেলে কাসেদও পিতা ফুল মিয়ার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়।
এক পর্যায়ে কাসেদ দা দিয়ে তার পিতা ফুল মিয়াকে কোপ দেন। উজ্জ্বল পিতাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও কোপ দেন কাসেদ। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় পিতা ফুল মিয়া ও ছেলে উজ্জল মিয়াকে নিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উজ্জল মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ছাড়া দায়িত্বরত চিকিৎসক আহত ফুল মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন জানান- ভাইয়ের হাতে ভাই নিহত হওয়ার ঘটনাটি শুনেছি।