নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
নবীগঞ্জে গাঁজা সেবনের দায়ে চার ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসেন এক জনকে ৭দিন ও তিন জনকে ৫দিন করে সাজা প্রদান করেন। আটককৃতরা হলো, হোসেনপুর গ্রামের বাদশা মিয়ার পুত্র মালা মিয়া (৭০), জালালসাপ গ্রামের কলমদর মিয়ার পুত্র আজাদ মিয়া (৩২), হৈবতপুর গ্রামের আঃ শহীদের পুত্র রুহেল মিয়া (২৮), দূর্লভপুর গ্রামের ছনর মিয়ার পুত্র আজাদ মিয়া (৩৫)।
পুলিশ জানায়, গতকাল সোমবার সকালে হোসেনপুর গ্রামের ধৃত মালা মিয়ার বাড়িতে গাঁজা সেবন করছেন মাদকসেবিরা এমন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আরিফ উল্লাহর নেতৃতে একদল পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় উল্লেখিতদের আটক করে।
পরে দুপুরে তাদের ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসেন এর কার্যালয়ে হাজির করা হলে ধৃতদের স্বীকারোক্তি ও স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে মালা মিয়ার বাড়িতে ও মাদক সেবন করার অপরাধে তাকে ৭ দিনের জেল কারাদন্ড এবং আজাদ, রুহেল, আজাদকে ৫দিন করে কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ্য, হোসেনপুর গ্রামের বাদশা মিয়ার পুত্র ধৃত মালা মিয়া দীর্ঘ কয়েক বছর যাবৎ তার বাড়িতে গাঁজা সেবন ও বিক্রি করে আসছিলেন বলে স্থানীয় সূত্রে জানাগেছে।