শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: শায়েস্তাগঞ্জে ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ব্যাংক কার্যালয়ে ‘মাহে রমজানের শিক্ষা ও তাকওয়া শীর্ষক’ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোঃ এনামুর রহমান।
ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের শ্রীমঙ্গল শাখার এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুজ্জামান, জেলার মৎস কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম। স্বাগত বক্তব্য মধ্যে হাফিজপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবু তৈয়ব মোঃ নজীব, কাজী মোঃ তাজুল ইসলাম ফারুক, জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওঃ আঃ জলিল, বিশিষ্ট আইনজীবি এডভোকেট রহমত এলাহী, মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট আঃ আলী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক হারুন সাঁই, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মিজানুর রহমান সুমন, মহিবুর রহমান, মোঃ মামুন চৌধুরী প্রমুখ।
এর আগে কুরআন তেলাওয়াত করেন ইসলামী ব্যাংকের অফিসার মোঃ আল-মামুন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস শহীদ।