নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা কার্যকরী পরিষদ ও পাঠচক্র সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার হবিগঞ্জের স্থানীয় একটি হোটেলে এ ইফতার ও পাঠচক্রের আয়োজন করা হয়।
হবিগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রফেসার ছাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণের অন্যতম উপদেষ্ঠা জনাব আব্দুর রহমান।
আরও বক্তব্য রাখেন জেলা ছাত্র শিবির সভাপতি ইকবাল আহমদ চৌধুরী, হবিগঞ্জ পৌর উপদেষ্ঠা নজরুল ইসলাম,চুনারুঘাট উপজেলা সভাপতি শরিফ এম এ মতিন,শায়েস্তা গঞ্জ উপজেলা সভাপতি এ কে এম এ সালাম।পরিচালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক হোসাইন মুহাম্মদ শামীম প্রমূখ।