মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ৫ জন চৌকিদারকে পিটিয়ে আহত করেছে দুবৃর্ত্তরা।
সোমবার(৬জুলাই) গভীর রাতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের পাশে সুরমা চা বাগানের কিবরিয়াবাদ সেকশনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জলিল (৩০), শাহআলম (২৫), হানিফ (৩৫), মন্নান (৩০), আনোয়ার (৪৫)।
গুরুতর আহত জলিল ও শাহআলমকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সুরমা চা বাগানের ব্যবস্থাপক আবুল কাশেম জানান, ৫ চৌকিদার ওই দিন রাতে উল্লেখিত এলাকায় রাত্রিকালীন প্রহরার সময় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ২০/২৫ জনের একদল দুবৃর্ত্ত অর্তকিতভাবে হামলা চালায়।
পরে দুর্বৃত্তরা কাঠাঁল বাড়ি নামক স্থানে ছায়াবৃক্ষ কেটে পাচারের চেষ্টা করে ব্যর্থ হয়। হাসপাতালে চিকিৎসাধীন নৈশ প্রহরী আব্দুল জলিল বলেন, দুর্বৃত্তরা মারপিট করে যাবার বেলায় হুমকি দেয় তোদের জন্য কোনো কিছু করতে পারি না।
ভবিষ্যতে ওই এলাকায় পেলে তোদেরকে আরো মারপিট করা হবে। এ ব্যাপারে সুরমা চা বাগানের সহকারী ব্যবস্থাপক মলয় দেব রায় মাধবপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন।
উল্লেখ্য গত কয়েক মাস আগে সুরমা চা বাগানে সেচ কাজে ব্যবহৃত প্রায় ২২ লাখ টাকার দামী এল্যুমিনিয়াম পাইপ দুর্বৃত্তরা গাড়িযোগে চুরি করে নিয়ে যায়। এছাড়া সম্প্রতিকালে চা বাগান এলাকার মূল্যবান ছায়াবৃক্ষ আশংকাজনক হারে চুরি বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে বাগান কর্তৃপক্ষ ইতিপুর্বে থানায় ৪টি সাধারণ ডায়েরী করে রেখেছেন। নৈশ প্রহরীদের উপর গভীর রাতে দুর্বৃত্তদের অতর্কিত হামলার পর নৈশ প্রহরীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।