অনলাইন ডেস্ক : যুক্তরাজ্য আওয়ামীলীগ গ্রেটার ম্যানচেস্টার ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ম্যানচেস্টারের স্থানীয় বাংলাদেশ এসোসিয়েশনের ইকবাল হলে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামীলীগের সহ সভাপতি গউস মিয়া। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মস্তোফার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই প্রবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দেওয়ান নাজিমউজ্জামান কুরাইশি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ম্যানচেস্টার বাংলাদেশ সহকারী হাই কমিশনের কাউন্সিলার ওয়াহিদুর রহমান বিশ্বাস টিপু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মইনুল আমীন বুলবুল, ইফতেকার আহমেদ হালুল। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মাহমুদুর রহমান, রুহুল আমীন রুহেল, মামুন চৌধুরী, গাওছুল ইমাম চৌধুরী সুজন, সুরত মিয়া, আমিনুল হক অয়েস, সৈয়দ আমিনুর রশিদ খুকন, ফয়জুল হক জুয়েল সহ আরও অনেকে। সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব উজ্জ্বল ইতিহাস তুলে ধরে দেশের স্বার্থে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান। সভা শেষে ইফতার মাহফিলে দেশের কল্যাণে বিশেষ মুনাজাত পরিচালনা করেন আলমগির চৌধুরী।