মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫ বছরের পলাতক ৫ বছরের পলাতক আসামি আজগর আলী (৫৫) কে গ্রেফতার করেছে।
বুধবার ভোররাতে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার নসরতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের হায়দর আলীর ছেলে।
বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ১৯৮৭ সালের ২২আগষ্ট হবিগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট শফিকুর রেজা বিশ্বাস একটি চুরির মামলায় আজগর আলীকে ৫ বছরের দণ্ড দেন। এরপর থেকে আজগর আলী আত্মগোপন করে ছদ্মবেশে শায়েস্তাগঞ্জ নসরতপুর এলাকায় বসবাস করেন। পুলিশ তার সন্ধান পেয়ে বুধবার ভোররাতে ২৫ বছরের পলাতক আজগরকে গ্রেফতার করতে সক্ষম হন।