ফখরুল আলম,লিভারপুল (যুক্তরাজ্যে) থেকে:-
বাংলাদেশের মহান বিজয়ের দিবস উপলক্ষে যুক্তরাজ্যের লিভারপুলে স্থানীয় এমপি, কাউন্সিলার, কমিউনিটি ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাংলাদেশ ও বৃটেনের জাতিয় সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে লিভারপুল সেইন্ট জর্জ হল এর পার্কে আনুষ্টিানিক ভাবে বিজয় দিবস পালিত হয়েছে।
লিভারপুল কাউন্সিল এর সহযোগীতায় প্রবাসের মাটিতে লাল-সবুজের পতাকা উড়িয়ে বিজয় দিবসটিকে সম্মান জানানো হলো।
এ উপলক্ষে কাউন্সিলার নাজমুল হাসান নাজ এর প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় এমপি পাউলা বারকার,কাউন্সিল লিডার লিয়াম রবিনসন, কমিউনিটি ব্যক্তিত্ব শেখ ছুরত মিয়া আছাব, কাউন্সিলার রুথ বেনেট, উইলিয়াম সরটাল,জেইন করবেট প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কমিউনিটি ব্যক্তিত্ব আজগর আলী, সৈয়দ বেলাল উদ্দিন আহমেদ, সিপার মিয়া, আবুল হাসেম ভুইয়া কামাল, মুমিন খান, আব্দুল হক, মাহবুব হোসন ইমন, ওসমান আলী, সোনাফর আলী সহ লিভারপুলে বসবাসরত সর্বস্তরের মানুষজনেরা।
বক্তারা বাংলাদেশের সাম্প্রতিকালের উন্নয়নের অগ্রযাত্রায় ভূয়সী প্রশংসা করে বলেন- বিশ্বমঞ্চে বিশেষভাবে স্বীকৃত হওয়ার সব যোগ্যতা অর্জন করেছে দেশটি। আগামীতে আরো এগিয়ে যাওয়ারও প্রত্যাশা করেন নেতৃবৃন্দরা। সন্ধ্যায় লিভারপুল সেইন্ট জর্জ হলটি বাংলাদেশের পতাকার রঙে লাল-সবুজের আলোকসজ্জায় সজ্জিত করা হয়। যা দেখে মুগ্ধ হয়েছেন লিভারপুলবাসী।