বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬ তম বিজয় দিবস নক আউট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে টুর্নামেন্টে উপজেলার ৩৭টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় স্বপদ্বীপ ক্রিকেট ক্লাবকে বিশাল ব্যবধানে হারিয়ে স্বাধীনতা ক্রিকেট ক্লাব জয়লাভ করে।
টুর্নামেন্টে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. পংকি খান।
টুর্নামেন্ট পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি শেখ সালাহউদ্দিনের সভাপতিত্বে ও আম্পায়ার প্রতিনিধি দিশসাদ আহমদ এর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রহিম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা শাহ নেওয়াজ চৌদুরী সেলিম, ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম রাজ, সিরাজুল ইসলাম রোকন, সহ-সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, তাইরুল আমিন, সাংগঠনিক সম্পাদ মো. জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক সোহাগ আহমদ, ক্রিড়ানুরাগী খলিল আহমদ, নির্মল চন্দ্র, জুবেল আহমদ, তালহা সুয়েব বিন-হেলালী প্রমুখ।