বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথের শিমুলতলা’য় সানশাইন মডেল একাডেমীতে প্রবাসী এম.এ রউফ ও এবং খেলা খাতুন কে সংবর্ধনা দেয়া হয়েছে। সিলেটের বিশ্বনাথ উপজেলার শিমুলতলায় একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলার অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত সানশাইন মডেল একাডেমীর পক্ষ থেকে গত বুধবার বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্যস্থ বাংলাদেশী এসোসিয়েশন এর ট্রাষ্টি ও নর্থাম্পটন একাডেমীর শিক্ষক এম.এ. রউফ ও শিক্ষানুরাগী যুক্তরাজ্যস্থ নর্থাম্পট সেন্ট্রাল জামে মসজিদের শিক্ষিকা খেলা খাতুন এর দেশে আগমণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সানশাইন মডেল একাডেমীর ভাইস চেয়ারম্যান রকিব আহমদ এর সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য সুরমান আলী সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন একাডেমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ জাকারিয়া, ম্যানেজিং কমিটির সদস্য কাওছার আহমদ, আকতার হোসেন রিপন, রমজান আলী, শিক্ষক হেলাল আহমদ, সুমন চন্দ্র দাস, মিশুক চন্দ্র দাস, রিমা বেগম, ইমা বেগম, ছযফুল আলম, রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুছ, মুক্তার আলী প্রমুখ।