আজকের এই দিনে তোমাকে আমরা হারিয়েছি দূরবৃত্বরা আমাদের কাছ থেকে সড়িয়ে নিয়ে গিয়েছিল না ফেরার দেশে জানিনা ভাই কেমন আছও দোয়া করি ভালো থেকো আল্লাহ জেনও তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন.
দীর্ঘ দুইটি বছর দরে তোমার শূন্যতা বিরাজ করছে আমাদের মাঝে এ শূন্যতা কোনো দিনই পূরণ হওয়ার না !
ভালবাসি মোরা তোমায় এই হৃদয় জুড়ে জুড়ে,তুমি ছাড়া বল থাকি কি করে…মনে আমাদের জন্মানো তোমার ভালবাসা।.তুমি যে ছিলে আমাদের প্রথম ও শেষ আসা।
লেখক : এস আই মাহমুদ