মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

শায়েস্তাগঞ্জে স্মার্ট কার্ড বিরতণ ২১ ডিসেম্বর শুরু

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় জাতীয় স্মার্ট কার্ড (পরিচয় পত্র) আগামী ২১ ডিসেম্বর থেকে বিতরণ শুরু হবে। শেষ হবে ৪ জানুয়ারী।

সোমবার হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।

সূত্র জানায়- শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১৫ হাজার ১৯৭ জন পুরুষ-মহিলা ভোটারদের মাঝে এ কার্ড বিতরণ করা হবে।

২১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত বিতরণ ৫টি ধাপে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে বিতরণ হবে।

তন্মধ্যে ২১ ডিসেম্বর ১নং ওয়ার্ডের কুতুবের চক, তাপাসী, নূরপুর (আংশিক), পশ্চিম বড়চর, শ্যামপুর, ও ২নং ওয়ার্ডের দাউনগর বাজার দক্ষিন, দক্ষিন বড়চর, মহলুল সুনাম।

২৩ ডিসেম্বর ২নং ওয়ার্ডের হাসপাতাল সড়ক, স্টেশন রোড, চুরনুর আহমদ (নিজগাও), দাউদনগর বাজার পশ্চিম, পূর্ব বড়চর, বিনন্দপুর রেল কলোনী, পূর্ব বাঙুনিপাড়া।

২ জানুয়ারী চরনুর আহমদ পূর্ব অংশ, দাউদনগর বাজার উত্তর-পুর্ব, আলাপুর আংশিক, চরনুর আহমদ পূর্ব অংশ, সুদিয়াখলা, সাবাসপুর।

৩ জানুয়ারী লেনজাপাড়া অংশ পূর্ব পশ্চিম, উবাহাটা আংশিক, কুটিরগাও আংশিক, পুরানবাজার।

৪ জানুয়ারী দাউদনগর, লেনজাপাড়া (দক্ষিণাংশ),খলাপাড়া আংশিক, জগন্নাথপুর, বিরামচর।
25508100_1137894113011509_9006282891289266957_n

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্মার্ট কার্ড গ্রহণের সময়ে পুরাতন কার্ডটি সঙ্গে আনতে হবে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!