মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি
স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখা থেকে এক গ্রাহকের প্রায় সাড়ে ৮ লাখ টাকা উদাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রবিবার উপজেলা সদরে আলোচনা-সমালোচনার চলছে। সাবেক ব্যবস্থাপক ও ক্যাশিয়ারের যোগসাজসে ওই টাকা উদাও হয়েছে। ব্যাংকের গ্রাহক আল-হেরা শপিং সিটির অপরুপা ফ্যাশনের পরিচালক রাসেল আহমদ টাকা উত্তোলন করতে গিয়ে ধরা পড়ে টাকা উদাওয়ের বিষয়টি। এনিয়ে টাকা দেয়ার কথা বলে নানাভাবে হয়রানী করা হচ্ছে রাসেল আহমদকে।
স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখার সাবেক ব্যবস্থাপক হোসেইন আহমদ পাপ্পু ও ক্যাশিয়ার সালাহউদ্দিন ব্যাংকের গ্রাহক রাসেল আহমদ ( হিসাব নং ০৪৫৩৩০০০২০৬) নাম্বারে টাকা জমা দিলেও সে টাকা মূল হিসাবে অন্তভূক্ত করা হয়নি।
রাসেল আহমদের জমা রশীদ সুত্রে জানাগেছে, ২০১৪ সালের ২৩ নভেম্বর ৫ লাখ, ২৪ ডিসেম্বর ৩ লাখ ৫০ হাজার স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখায় জমা রাখেন। প্রায় সাড়ে ৮ লাখ টাকা জমা থাকার পরও ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়ে নানাভাবে হয়রানি হচ্ছেন ব্যাংক গ্রাহক রাসেল আহমদ। গত ৫ মে ব্যাংকে টাকা উত্তোলন করতে গিয়ে একাউন্টে কোন টাকা নেই দেখে অবাক হয়ে যান।
স্ট্যান্ডার্ড ব্যাংকের এস এ. ভিপি পারভেজ মাহফুজ বলেন, সাবেক ব্যবস্থাপক হোসেইন আহমদ পাপ্পু ও ক্যাশিয়ার সালাহউদ্দিন দূর্নীতি করেছেন। তিনি বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ গুরুত্বের সাথে দেখছে। গ্রাহক টাকা পাবে কি পাবেনা প্রসঙ্গে বলেন, অবশ্য টাকা পাবে। গ্রাহকের প্রমাণ আছে। তবে কিছু সময় লাগবে।
শাখার বর্তমান ব্যবস্থাপক সুজিত চন্দ্র দাশ বলেন, কিছু সমস্যা আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গ্রাহক টাকা পাবে। এতে কিছু সময় লাগবে। সাবেক ব্যাপস্থাপক ও ক্যাশিয়ারকে কোল্ডজ করা হয়েছে বলে তিনি জানান। তারা সিলেট শাখায় আছেন।
এ ব্যাপারে স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখার সাবেক ব্যবস্থাপকের মুঠোফোনে (০১৭৩০০১৫১১৪) বারবার যোগাযোগ করলে ফোন রিসিভ করেননি।
ক্যাশিয়ার সালাহউদ্দিন আহমদের সাথে মুঠোফোনে (০১৮১৯৫২২২৬৫) একাধিকবার যোগাযোগ করে পাওয়া যায়নি।
ব্যাংক গ্রাহক রাসেল আহমদ বলেন, এ বিষয়ে ৫ মে স্ট্যান্ডার্ড ব্যাংক লি: সিলেট রিজিওনে লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত ব্যাংক টাকা দিচ্ছেনা বলে জানান। তিনি বলেন, ব্যাংক বলছে কিছু সময় লাগবে। বিষয়টি দেখছি দেখব বললেন কয়েকজন কর্মকর্তা। তিনি দ্রুত ব্যাংকে জমা রাখা টাকা দেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।