


বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন সিলেটে। সিলেটের সন্তান শাহীন আহমদ চৌধুরী নিবেদিত ও ঝর্ণা মাল্টিমিডিয়া প্রযোজিত একটি টেলিফিল্ম ও একটি নাটকে অভিনয় করতে তিনি সিলেটে এসেছেন। প্রভার অভিনীত টেলিফিল্ম ও নাটক খুব শীঘ্রই ছোট পর্দায় আসছে। টেলিফিল্ম ও নাটকটিতে প্রভার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা কল্যান। টেলিফিল্মটি পরিচালনা করছেন রায়হান মুজিব এবং নাটকটি পরিচালনা করছেন আব্দুল্লাহ রানা।পরিচালক রায়হান মুজিব বলেন, এই টেলিফিল্ম ও নাটক আগামী নতুন বছরের সেরা টেলিফিল্ম ও নাটক হবে বলে তিনি মনে করেন। তিনি দর্শকদের প্রতি অনুরোধ জানান টেলিফিল্ম ও নাটকটি দেখার জন্য।
টেলিফিল্ম ও নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শেলী আহসান, মনিরাজ, কৃতিকা ইসলাম পাকি।
অভিনেত্রী প্রভা বলেন, আমি কাজটি করে ভীষন তৃপ্ত। কল্যানের সঙ্গে নতুন এই টেলিফিল্ম ও নাটকটি আশা করি দর্শকদের ভালো লাগবে। টেলিফিল্ম ও নাটকটি সিলেট বিভাগের মৌলভীবাজারের সি.আর.পি রেষ্ট হাউজের বিভিন্ন লোকেশনে শুটিং চলছে।